বিদেশ

৯/১১-র বর্ষপূর্তিতে আমেরিকানদের ঐক্যবদ্ধ থাকার বার্তা মার্কিন প্রেসিডেন্টের

৯/১১-র আত্মঘাতী বিমান হানার ২০তম বর্ষপূর্তিতে মার্কিন নাগরিকদের কাছে ঐক্যের বার্তা দিলেন সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এদিন নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে একটি অনুষ্ঠান হয় ৷ সেখানেও উপস্থিত ছিলেন বাইডেন ৷ তাছাড়া ছিলেন তাঁর দুই পূর্বসূরী বরাক ওবামা ও বিল ক্লিন্টন ৷ সেখানে মৃতদের শ্রদ্ধা জানানো হয় ৷ প্রত্যেক মৃতের নাম পড়ে শোনানো হয় ৷ সেদিনের ঘটনায় মৃতদের পরিবারের অনেকে এসেছিলেন ৷ তাঁরা নিজেদের প্রিয়জনের স্মৃতিচারণ করেন মঞ্চে দাঁড়িয়ে ৷ তার আগে অবশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভয়ঙ্কর এই জঙ্গি হামলার স্মৃতিচারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ৷ কঠিন সেই মুহূর্তে মার্কিন নাগরিক ও সেই দেশে বসবাসকারী অন্যরা যেভাবে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন, বাইডেন তার প্রশংসা করেন ৷ তার পরই বলেন, ‘‘একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি ৷’’ তাছাড়া সেদিনের ঘটনার পর যাঁরা উদ্ধারকার্যে ঝাঁপিয়েছিলেন, যাঁরা আহতদের চিকিৎসা করেছিলেন, তাঁদের প্রত্যেককে শ্রদ্ধা জানান বাইডেন ৷

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওই আত্মঘাতী বিমান হানায় ভেঙে পড়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থার দু’টি টাওয়ার ৷ তাছাড়া পেন্টাগনেও আত্মঘাতী বিমান হানা হয় ৷ হাইজ্যাক হওয়া আর একটি বিমান ভেঙে পড়ে ৷ সবমিলিয়ে মারা যান ২ হাজার ৯৭৭ জন ৷ মৃতদের স্মৃতির উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ৷