দেশ

আন্তর্জাতিক নারী দিবসে টুইটে শুভেচ্ছা রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক নারী দিবসে ভারতের অগ্রগতিতে নারীদের ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নারীদের ক্ষমতায়নে তাঁর সরকার কাজ চালিয়ে যাবে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি। নারী জাতিকে কুর্নিশ জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-ও। নারী দিবস উপলক্ষে এক টুইট বার্তায় বু্ধবার প্রধানমন্ত্রী লিখেছেন, “আন্তজার্তিক নারী দিবসে আমাদের নারী শক্তির কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ভারতের অগ্রগতিতে নারীদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দিই।” টুইট বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের সরকার নারীর ক্ষমতায়নের জন্য আরও কাজ চালিয়ে যাবে।” হ্যাসটাগ হিসেবে ব্যবহার করেছেন “নারী শক্তি ফর নিউ ইন্ডিয়া।” সেই সঙ্গে প্রধানমন্ত্রী নারী শক্তির একটি সংকলনও শেয়ার করেছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবেসে নারী শক্তিকে কুর্নিশ জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-ও। নিজের টুইটার হ্যান্ডেলে “ভারতীয় মহিলাদের অদম্য চেতনা” নিয়ে লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন তিনি।