সোমনাথ দাস, শিলিগুড়িঃ শিলিগুড়ি তপণ ভট্টাচার্য স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি পূর্ণ চক্রবর্তীর উদ্যোগে দুর্গাপুজো উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতারণ করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী, শিলিগুড়ি ৩ ও ৪ নম্বর বোরোর চেয়ারম্যান প্রিতিকণা বিশ্বাস, জয়ন্ত সাহা সহ শিলিগুড়ি পৌর কর্পোরেশনের এম এম আই সি (কনভারজেন্সি) মানিক দে,কাউন্সিলর অমর আনন্দ দাস, কাউন্সিল বিমান তপাদার, মহাকুমা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ ম: আইনুল হক,মহাকুমা পরিষদের শিক্ষা কর্মাদক্ষ নলিনী রঞ্জন রায়,পাব্লিক প্রসিকিউটর সুনন্দা সরকার সহ তৃণমূল কংগ্রেসের জেলার নেতৃত্ব। শিলিগুড়ি ৪(চার) নং বোরো অফিসের সামনে থেকে প্রায় ২০০ গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতারণ করা হয়।