দেশ

উত্তপ্ত মণিপুরে নতুন করে হিংসায় মৃত ১, অনির্দিষ্টকালের জন্য বনধের ডাক

গত দেড় বছর ধরে উত্তপ্ত মণিপুর। মেইতেই এবং কুকিদের মধ্যে সংঘর্ষে মারা গিয়েছেন ২৫০ জনের বেশি মানুষ। হিংসা বিধ্বস্ত সেই মণিপুরে আবার নতুন করে উত্তেজনা ও সংঘর্ষ। এ বার হিংসার ঘটনা চুড়াচাঁদপুরে। মার এবং জ়োমি উপজাতির মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জনের। নিহতের নাম লালরোপুই পাখুমাতে। ৫৩ বছর বয়সি ওই ব্যক্তি সিলমাট গিলগালভেং এলাকার বাসিন্দা। ওই সংঘর্ষে আহত হয়েছেন অনেকেই। ওই এলাকায় শান্তি বজায় রাখতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন চুড়াচাঁদপুরের ডেপুটি কমিশনার ধারুন কুমার এস। অশান্তির জেরে ওই এলাকায় অনির্দিষ্টকাল জন্য বন্‌ধের ডাক দিয়েছে জ়োমি স্টুডেন্ট ফেডারেশন। জানা গিয়েছে, সোমবার এলাকায় কার্ফু জারি করা হয়। মঙ্গলবার থেকে ফের উত্তপ্ত হতে শুরু করে চুড়াচাঁদপুর। মার উপজাতির এক নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। ওই হামলাকে কেন্দ্র করে জ়োমি সম্প্রদায়চের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। ওই এলাকায় সংগঠনের পতাকা তুলতে গিয়েছিল জ়োমি উপজাতির লোকজন। এই নিয়ে শুরু হয় বিবাদ। মঙ্গলবার রাতে ফের দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। তার আগে, সোমবার দুই পক্ষের লোকদের নিয়ে বৈঠকে বসেন মার এবং জ়োমি সম্প্রদায়ের প্রতিনিধিরা। ওই বৈঠকের পর দু’পক্ষের মধ্যে শান্তিচুক্তিও হয়। কিন্তু তার পরে ফের সংঘর্ষ হয় ওই এলাকায়। এর পরেই বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ এবং বন্‌ধের ডাক দিয়েছে জ়োমি স্টুডেন্ট ফেডারেশন। পুরো এলাকায় শান্তি বজায় রাখার জন্য আবেদন করেছে স্থানীয় প্রশাসন। চুড়াচাঁদপুর এলাকায় ফ্ল্যাগ মার্চও করেছে নিরাপত্তারক্ষীরা। এখনও ওই এলাকায় উত্তেজনা আছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন চুড়াচাঁদপুর এবং ফেরজ়াওল জেলার ছ’জন বিধায়ক। এলাকায় শান্তি বজায় রাখার সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের কাছেও আবেদন জানিয়েছেন তাঁরা।