কলকাতা

সাতসকালে বেনিয়াপুকুরে পিষে মৃত্যু ফুটপাথবাসীর, দুধের গাড়ির ধাক্কা পার্ক করা গাড়িতে

 শহরে সাতসকালে দুর্ঘটনা। বেঘোরে প্রাণ হারালেন এক ফুটপাথবাসী। ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুর থানা এলাকার সার্কাস অ্যাভিনিউয়ের কাছে। পুলিশ সূত্রে খবর, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দুধের গাড়ি। যার ফলে পার্ক করে রাখা গাড়িটি সোজা গিয়ে ফুটপাথে ঘুমন্ত সেই ব্যক্তির গায়ের উপর পড়ে। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি সেই ফুটপাথবাসীকে পিষে দেয়। গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সেখানেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটে রবিবার সকাল ৬টা নাগাদ। ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুধের ভ্যানটি। ফুটপাতবাসীটির মৃত্যুর পরেই তদন্তে নামে পুলিশ। এখনও ফেরার ঘাতক দুধের ভ্যানটি। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।