জেলা

‘বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে’, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

শীতলকুচিতে সিআরপিএফ-এর গুলিতে প্রাণ গিয়েছে ৪ জনের। যা ঘিরে উত্তাল রাজ্যরাজনীতি। একে অপরকে নিশানা করছে তৃণমূল-বিজেপি। মুখ্যমন্ত্রীর উস্কানিতেই হিংসা ছড়াচ্ছে বলে এদিন সকালে দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারিরও আবেদন জানান দিলীপ ঘোষ। কিন্তু সেখানেই থেমে থাকলেন না দিলীপবাবু। প্রচারের এক ফাঁকে শীতলকুচিকাণ্ড উত্তাপন করে হুমকি সুর রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মুখে। বললেন, ‘বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’ এদিন বরানগরের বিজেপি প্রার্থী পার্ণ মিত্রের সমর্থনে সভা করেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি বলেন, ‘ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চলে গিয়েছে। ভয় উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছেন। ১৭ তারিখ সকালেও লাইনে দাঁড়িয়ে ভোট দিন। বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না। আমরা আছি। আর যদি বাড়াবাড়ি করে, শীতলকুচিতে দেখেছেন কী হয়েছে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’ রাজ্য বিজেপি সভাপতির সাফ কথা, ‘অভিযোগ করলেই দিদি বলেন দুষ্টু ছেলে। আরে বাবা এত দুষ্টু ছেলে এল কোথা থেকে? ওই দুষ্টু ছেলেরাই গতকাল কোচবিহারের শীতলকুচিতে গুলি খেয়েছে। এই দুষ্টু ছেলেরা আর বাংলায় থাকবে না। সবে শুরু। যারা ভেবেছে কেন্দ্রীয় বাহিনী বন্দুকটা দেখোনার জন্য নিয়ে এসেছে, তারা বুঝে গিয়েছে ওই গুলির গরম কেমন। সারা বাংলায় এটা হবে।’

https://www.facebook.com/dilipghoshbjp/videos/198466555375953