দেশ

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ বিরোধীরা

নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন বিরোধী দলের নেতারা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে এনসিপি প্রধান শরদ পওয়ার, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাংসদ ডি রাজা-সহ বিরোধীদের ওই প্রতিনিধিদল রাষ্ট্রপতি ভবনে গিয়ে তাঁর হস্তক্ষেপের আর্জি জানিয়ে এসেছেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে ইয়েচুরি বলেন, ‘‌রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছি আমরা। এছাড়া বিস্তর আলাপ-আলোচনা না করেই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে বিদ্যুত্‍ সংশোধনী বিল পাশ হয়েছে, তার বিরোধিতা করেছি।’‌ রাহুল গান্ধী বলেন, ‘‌কৃষক-বিরোধী তিনটি আইনই বাতিল করা জরুরি, রাষ্ট্রপতিকে জানিয়ে এসেছি আমরা।’‌ অন্যদিকে কেন্দ্রের খসড়া প্রস্তাব ‘‌অস্পষ্ট’।‌ রাজি নন কৃষকরা। তাই আজ সাংবাদিক বৈঠক করে তাঁরা জানিয়ে দিলেন, ‘‌বৈঠকে বারবার একই কথাই ঘুরে ফিরে আসছে। তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। আমাদের স্পষ্ট দাবি, কেন্দ্র তিনটি আইনই প্রত্যাহার করুক এবং ফসলের ন্যূনতম মূল্য (‌এমএসপি)‌ নিশ্চিত করুক। তা না হলে দিল্লি ঢোকার সবকটা রাস্তা আটকে দেব।’‌ আন্দোলনকে আরও জোরদার করতে ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলির হুঁশিয়ারি, ‘‌আগামী ১২ ডিসেম্বর অবরুদ্ধ করা হবে দিল্লি-জয়পুর সড়কপথ।’‌