করোনা পরিস্থিতি সামাল দিতে বিরোধীদের পরামর্শ মানুক কেন্দ্রীয় সরকার৷ এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বারোটি বিরোধী দলের নেতা৷ তালিকায় নাম রয়েছে সনিয়া গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, সীতারাম ইয়েচুরি, উদ্ধব ঠাকরে, এইচ ডি দেবগৌড়া, শরদ পাওয়ারের মতো বিরোধী নেতারা৷ চিঠিতে অভিযোগ করা হয়েছে, গত কয়েক মাস ধরে ক্রমাগত বিরোধীদের পরামর্শ উপেক্ষা করেছে সরকার৷ যা জেরে এমন ধ্বংসাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে দেশের মানুষ৷ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে একযোগে মূলত ৯টি পরামর্শ মানার দাবি জানিয়েছেন বিরোধীরা৷ যার মধ্যে রয়েছে, দেশের প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া, ভ্যাকসিন কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা, সেন্ট্রাল ভিস্তা প্রকল্প বন্ধ করে সেই অর্থে ভ্যাকসিন, অক্সিজেন কেনার মতো দাবি৷ চিঠিতে বিরোধীরা দাবি করেছেন–
১) দেশের মধ্যে থেকে হোক বা বিদেশ থেকে, কেন্দ্রীয় ভাবে ভ্যাকসিন কেনার ব্যবস্থা চালু করুক সরকার৷
২) অবিলম্বে গোটা দেশ জুড়ে বিনামূল্যে সব বয়সের মানুষকে গণ টিকাকরণের কাজ শুরু করতে হবে৷
৩) ভ্যাকসিন উৎপাদন বাড়াতে লাইসেন্স সংক্রান্ত নিয়মের সরলীকরণ৷
৪) ভ্যাকসিন কেনার জন্য বাজেট বরাদ্দ করা ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হোক৷
৫) সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ করে সেই অর্থে ভ্যাকসিন, অক্সিজেন কেনা হোক৷
৬) সমস্ত প্রাইভেট ট্রাস্ট ফান্ড, পিএম কেয়ার্স ফান্ডে টাকা থাকা ভ্যাকসিন, অক্সিজেন এবং চিকিৎসা সরঞ্জাম কেনার কাজে ব্যবহার করা হোক৷
৭) কাজ হারানো প্রত্যেককে মাসে অন্তত ৬০০০ টাকা দেওয়া হোক৷
৮) দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য বন্টন করা হোক৷ (বিরোধীদের দাবি, কেন্দ্রীয় সরকারের গোডাউনে অন্তত ১ কোটি টন খাদ্যশস্য পচছে৷)
৯) দেশের অন্নদাতাদের রক্ষা করতে নতুন কৃষি আইন প্রত্যাহার করা হোক৷
চিঠির শেষে বিরোধী নেতারা প্রধানমন্ত্রীর উদ্দেশে কটাক্ষের সুরে লিখেছেন, সাধারণত বিরোধীদের প্রস্তাব বা পরামর্শের জবাব না দেওয়াটাই দস্তুর বানিয়ে ফেলেছে মোদি সরকার৷ এক্ষেত্রে দেশের মানুষের স্বার্থেই সরকার দ্রুত বিরোধী নেতাদের এই চিঠির জবাব দেবে বলেই তাঁরা আশা করেন৷ সূত্রের খবর, মায়াবতীর বহুজন সমাজ পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বাদে বিরোধী শিবিরের প্রায় সব দলের প্রতিনিধিরাই এই চিঠিতে সই করেছেন৷