কেন সরাসরি বুকে গুলি চালানো হল? কেন উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করানো গেল না ? তা নিয়েও নির্বিচারে গুলি চালানোর হল? সিআইএসএফের পদস্থ আধিকারিকদের কাছ থেকে ব্যাখ্যা তলব
ভোট চতুর্থীতে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। শীতলকুচির ১২৬ নম্বর বুথের ভোটগ্রহণ বন্ধের নির্দেশ দিয়েছে কমিশন। সেই সঙ্গে বিকাল পাঁচটার মধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট চেয়েছেন কমিশনের শীর্ষ আধিকারিকরা। সূত্রের খবর, সকালে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে সন্তুষ্ট নন কমিশনের শীর্ষ আধিকারিকরা। কিন্তু বিবেক দুবের বিশেষ রিপোর্টে সন্তুষ্ট হননি নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। অবিলম্বে শীতলকুচির যে বুথে ওই ঘটনা ঘটেছে, সেখানে ভোটগ্রহণ পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেন তাঁরা। পাশাপাশি গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্টও তলব করেন। কেন সরাসরি বুকে গুলি চালানো হল? কেন উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করানো গেল না? কেন নির্বিচারে গুলি চালানোর হল? সিআইএসএফের পদস্থ আধিকারিকদের কাছ থেকে ব্যাখ্যাও তলব করার নির্দেশ দেওয়া হয়েছে।