বর্তমানে ঘরে বসে প্রিয় সিনেমা দেখার সবচেয়ে ভালো মাধ্যম ওটিটি। প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার সময় নেই কিংবা প্রিয় সিনেমা হল থেকে চলে গিয়েছে তখন একমাত্র ভরসা থাকে ওটিটি প্ল্যাটফর্মের ওপর ৷ বাড়ি বসে পপকর্ন হাতে সিনেমা-সিরিজ দেখার মজাই আলাদা ৷ চলতি এপ্রিলে কবে-কোথায় কোন সিনেমা-সিরিজ আসছে রইল তালিকা ৷
ছাভা
মুক্তির তারিখ- ১১ এপ্রিল, প্ল্যাটফর্ম- নেটফ্লিক্স
ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷ ভিকি কৌশল-রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পায় ৷ বক্সঅফিসে ৫০০ কোটির বেশি আয় করেছে এই সিনেমা ৷ এবার ঘরে বসে ওটিটিতে ১১ তারিখ দেখতে পাবেন এই ছবি ৷
ছোরি ২
মুক্তির তারিখ– ১১ এপ্রিল, প্ল্যাটফর্ম– প্রাইম ভিডিও
নুসরত ভারুচার হরর সিনেমা ‘ছোরি ২’ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা ৷ ‘ছোরি’র সিক্যুয়েল এটি ৷ ছবিতে, সাক্ষী চরিত্রটি তার ৭ বছরের মেয়েকে কুসংস্কারে ভরা বিপজ্জনক পৃথিবী সম্পর্কে বলে। যাঁরা ভৌতিক সিনেমা ভালোবাসেন তাঁরা নজর রাখতে পারেন প্রাইম ভিডিয়োতে ১১ এপ্রিল ।
জুয়েল থিফ: দ্য হেস্ট বিগিন্স
মুক্তির তারিখ– ২৫ এপ্রিল, প্ল্যাটফর্ম– নেটফ্লিক্স
সইফ আলি খান অভিনীত জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস একটি ডাকাতির গল্প নিয়ে তৈরি ৷ একজন চোর বিশ্বের সবচেয়ে মূল্যবান হীরে চুরি করার চ্যালেঞ্জ নেয় ৷ হীরের নাম ‘আফ্রিকান রেড সান’। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সইফ আলি খান, জয়দীপ আহলাওয়াত এবং নিকিতা দত্ত।
হ্য়াভক
মুক্তির তারিখ– ২৫ এপ্রিল, প্ল্যাটফর্ম– নেটফ্লিক্স
গ্যারেথ ইভান্সের লেখা ও পরিচালনায় তৈরি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হ্যাঙক। আমেরিকা ও ব্রিটেনের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন টম হার্ডি, ফরেস্ট হুইটেকার এবং টিমোথি অলিফ্যান্ট। একজন আহত গোয়েন্দাকে মাদক মাফিয়া এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার সময় এক রাজনীতিকের ছেলেকে বাঁচানোর মিশন দেওয়া হয়।
টেস্ট
মুক্তির তারিখ– ৪ এপ্রিল, প্ল্যাটফর্ম– নেটফ্লিক্স
নয়নতারা, আর মাধবন এবং সিদ্ধার্থ অভিনীত ‘টেস্ট’ ক্রিকেটের উপর ভিত্তি করে তৈরি স্পোর্টস ড্রামা। এই তিন তারকার ব্যক্তিগত জীবন কীভাবে একে অপরের সঙ্গে জুড়ে থাকে তা নিয়েই এগিয়েছে গল্প ৷
চমক-দ্য কনক্লুশন
মুক্তির তারিখ– ৪ এপ্রিল, প্ল্যাটফর্ম– সোনি লিভ
চমক একটি মিউজিক থ্রিলার যা কানাডার একজন র্যাপারের গল্প বলে। শিল্পী কানাডা থেকে পঞ্জাবে ফিরে আসে তার বাবার হত্যা রহস্যের কিনারা করতে ৷ কে খুনী ? এই নিয়েই এগিয়েছে গল্প ৷
কিংস্টন
মুক্তির তারিখ– ৪ এপ্রিল, প্ল্যাটফর্ম– জি ফাইভ
তামিল ফ্যান্টাসি হরর অ্যাডভেঞ্চার ফিল্ম কিংস্টন এক জেলের গল্প বলে। রহস্যময় সমুদ্র অভিশাপের সঙ্গে সম্পর্কিত গোপন রহস্য উন্মোচনের চেষ্টা করে সেই ব্যক্তি।
দ্য লিজেন্ড অফ হনুমান সিজন ৬
মুক্তির তারিখ– ১১ এপ্রিল, প্ল্যাটফর্ম– জিও হটস্টার
দ্য লিজেন্ড অফ হনুমান অ্যানিমেটেড সিরিজ ৷ নেপথ্যের কারিগর শরদ দেবরাজন, জীবন জে. কাং এবং চারুবী আগরওয়াল ৷ জিও ডিজনি+ হটস্টারে ষষ্ঠ সিজন মুক্তি পেতে চলেছে।