অরুণাচল প্রদেশে ঢুকে চিনের গ্রাম তৈরি করার খবর কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সেই গ্রাম নিয়ে সাফাই গাইল বেজিং। স্পষ্ট জানিয়ে দিল তারা নিজেদের ভূখণ্ডের মধ্যেই গ্রাম তৈরি করেছে। এই ঘটনা নিতান্তই ‘স্বাভাবিক’। মার্কিন-ভিত্তিক একটি ইমেজিং সংস্থা প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইটের কতগুলি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে যে চিন অরুণাচল প্রদেশের সুবানসিরি গ্রামে একটি গ্রাম তৈরি করেছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, চিন ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নির্মাণ কাজ শুরু করেছে। এনিয়ে সাম্প্রতিক রিপোর্ট দেখেছে তারা। গত কয়েক বছরে চিন এমন কাণ্ড ঘটাচ্ছে বলেও জানায় বিজেশ মন্ত্রক। ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই কংগ্রেস সরকারকে এনিয়ে আক্রমণ শানিয়েছে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী তাঁর ভাবমূর্তি জাতীয় সার্বভৌমত্বের ঊর্ধ্বে রাখার চেষ্টা করেন। স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা গেছে যে চিন অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে একটি পুরো গ্রাম তৈরি করেছে। মোদি সরকার কি এর বিরুদ্ধে কোনও পদক্ষেম করবে না? যদি এরপরও মোদি চুপ থাকে তবে প্রমাণ হবে যে চিন বুঝতে পেরেছে প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাবমূর্তিকে জাতীয় সার্বভৌমত্বের ঊর্ধ্বে রেখেছেন। চিনের তৈরি করা ওই গ্রামে ১০১টি বাড়ি রয়েছে। গত বছর ১ নভেম্বর এই চিত্র স্যাটেলাইটে ধরা পড়েছিল। বিতর্কিত সীমান্ত পেরেয়ি ভারতের মাটিতে চিনা নির্মাণের এই ছবি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ওই টিভি চ্যানেলের দাবি, ভারতীয় ভূখণ্ডে প্রায় ৪.৫ কিলোমিটার এলাকা জুড়ে এই গ্রাম গড়ে উঠেছে। যা ভারতের কাছে দুঃশ্চিন্তার বড় কারণ। ২০১৯ সালে একই জায়গার উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল ঝোপ জঙ্গলের ছবি। সেখানেই এখন গড়ে উঠেছে আস্ত একটি গ্রাম।