জেলা

খনিতে বারবার বিস্ফোরণ! ইসিএলের চরণপুর কয়লা খনিতে বিক্ষোভ-ভাঙচুর

 খনি বিস্ফোরণের ফলে বারবার ক্ষতিগ্রস্ত হওয়ায়, গ্রামবাসীরা ভাঙচুর চালাল ইসিএলের খনিতে। বুধবার রাতে বারাবনির চরণপুর এলাকায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। চরণপুর খোলামুখ খনিতে ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয়। এমনকী কম্পিউটার ভাঙচুর করে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়। মোতায়েন রয়েছেন সিআইএসএফ জওয়ানরা ৷ গত কয়েকদিন ধরেই অভিযোগ উঠছিল ইসিএলের চরণপুর কয়লাখনিতে বিস্ফোরণের জেরে কেঁপে উঠছে বাড়ি। এমনকী ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকা। খনিজনিত কারণে বারবার ক্ষতির মুখে পড়েছেন এলাকাবাসীরা। বিস্ফোরণের জেরে বারেবারে ধস নামে বারাবনিতে। বারাবনির চরণপুরে কালীমন্দিরের কাছে সম্প্রতি ধস নামে। বারাবনি ব্লকের দোমোহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর হাটতলায় ধসের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এলাকায় বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছে।