জেলা

টানা ভারী বৃষ্টিতে জলের তলায় ধান খেত ও চা বাগান, ব্যাপক ক্ষতির আশঙ্কা

টানা বৃষ্টিতে প্লাবিত জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের নদী সংলগ্ন নলজোয়াপাড়া, ঘাটেরপাড়, সেনপাড়া সহ বেশ কিছু এলাকা। নীচু এলাকাগুলিতে চা বাগান সহ আমন ধানের খেত জলে তলিয়ে যায়। ফলে চা গাছ ও খেতের ধান গাছ নষ্ট হতে বসেছে। কিছুদিন বাদেই আমন ধানের শিষ বের হবে। আর এই সময়ে ধান গাছ নষ্ট হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষতির মুখে পড়েছেন এলাকার বহু চাষি। একইভাবে বেশ কয়েকদিন যাবৎ চা বাগান জলের তলে ডুবে রয়েছে। এতে চা গাছ মরতে বসেছে। জলের তোড়ে বহু গাছ উপড়ে গিয়েছে। ফলে মাথায় হাত পড়েছে বহু ক্ষুদ্র চা চাষীর।