কলকাতা

বাংলায় পদ্ম সম্মান ৭ জনকে, নারায়ণ দেবনাথ থেকে মৌমা দাস

প্রবাদপ্রতিম নারায়ণ দেবনাথ এবার পাচ্ছেন পদ্মসম্মান। পদ্মশ্রী সম্মানে বিভূষিত হচ্ছেন তিনি। সেইসঙ্গে বাঙালি হিসেবে আরও ছ-জন পেয়েছেন পদ্ম সম্মান। লেখক-চিত্রশিল্পী নারায়ণ দেবনাথ ছাড়াও পদ্মপ্রাপকের তালিকায় রয়েছেন টেবল টেনিস খেলোয়াড় মৌমা দাস, সাহিত্যিক ধর্মনারায়ণ বর্মা, সুজিত চট্টোপাধ্যায়, জগদীশচন্দ্র হালদার, শিল্পী বীরেনকুমার বসাক, সমাজসেবী গুরু মা কমলি সোরেন। এবছর বাঙালির এই প্রিয় মানুষদের দেওয়ার হচ্ছে পদ্মসম্মান। শিল্পকলার জগতে নারায়ণ দেবনাথ এক কালজয়ী নাম। বাঙালির ছোটবেলার সঙ্গে তাঁর নাড়ির টান। তাঁর সৃষ্টির টানে নস্ট্যালজিয়া ডুবে যায় বাঙালি। বাঙালির সেই প্রিয় মানুষ এবার পদ্ম সম্মানে বিভূষিত হচ্ছেন। প্রসাধন সামগ্রীর লোগো, মাস্টারহেড, সিনেমা কোম্পানির লিফলেটে কাজ জুটলেও তাঁর স্বপ্ন সার্থক হয়েছিল শুকাতারা পত্রিকা হাতে আসার পর। তাঁর সেই সৃষ্টিই তাঁকে আজ অনন্য সম্মান এনে দিল। আর মৌমা দাস বাংলার প্রথম টেবল টেনিস খেলোয়াড় যিনি পদ্ম সম্মান পেলেন। ভারতীয় হিসেবে তিনি দ্বিতীয় খেলোয়াড়। এর আগে তামিলনাড়ুর শরত্‍ কমল পেয়েচিলেন পদ্ম সম্মান। এবার মৌমা পদ্ম সম্মান পেতে চলেছেন। তিনি পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন। তিনটি কমনওয়েল্থ গেমসে পদকজয়ী। সাউথ এশিয়ান গেমসে সোনা জিতে দেশের মুখ ঊজ্জ্বল করেছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত মৌমা দাস।

https://twitter.com/jdhankhar1/status/1353738258547576834