পুলিস উগ্র মুসলিমপন্থীদের সংঘর্ষে উত্তাল পাকিস্তানের লাহোর এবং ইসলামাবাদ। লাহোরে ইতিমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন পুলিস কর্মীও রয়েছেন। গ্রেপ্তার অন্তত ২ হাজার কট্টরপন্থী মুসলিম। সবমিলিয়ে উত্তপ্ত ইসলামাবাদ। পাকিস্তানে একাধিক দাবিতে পথে নেমেছে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-লব্বায়িক পাকিস্তান বা টিএলপি সদস্যরা। তাদের দলের শীর্ষ নেতা সাদ হুসেন রিজভি জেলবন্দী। তার মুক্তির দাবিতে সরব হয়েছেন টিএলপির সদস্যরা। শনিবার লাহোর থেকে পদযাত্রা করে ইসলামাবাদ আসার উদ্যোগ নিয়েছিলেন টিএলপি সদস্যরা। উদ্দেশ্য ছিল, নেতার মুক্তির দাবিতে ইসলামাবাদে ধরনা দেওয়া। মাঝপথেই তাদের আটকে দেয় পুলিশ। সেই সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। শেষ পর্যন্ত পাওয়া খবর, ওই সংঘর্ষে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন টিএলপি সদস্য। বাকি ৩জন পুলিস কর্মী।