জেলা

পশ্চিম মেদিনীপুর জেলা আদালতের উদ্যোগে ‘প্যান ইণ্ডিয়া’ কর্মসূচী

প্রিয়াংকা সেনগুপ্তঃ দেশের শীর্ষ আদালতের নির্দেশে সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা আদালতেও পালিত হল “আজাদী কা অমৃত মহোৎসব”। শনিবার গান্ধী জয়ন্তী উপলক্ষে ছিল দিনভর বিভিন্ন কর্মসূচী । উপস্থিত ছিলেন জেলা ও দায়রা বিচারক সৌমেন্দ্রনাথ দাস ও জেলা আইনী সহায়তা কেন্দ্রের সেক্রেটারী সম্রাট রায়। সকালে অটিস্টিক শিশুদের ও তাদের বাবা-মাদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর মৌপাল দেশপ্রাণ হাইস্কুলে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আইনী সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। রেল যাত্রী দের আইনী সুবিধা দিতে খড়্গপুর স্টেশনের ৩ নং প্ল্যাটফর্মে একটি “কিয়ক্স” উদ্বোধন করেন জজসাহেবরা। বিচারক সম্রাট রায় জানিয়েছেন, আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচী পালন করা হবে। এদিন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারেও একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।