শাসকদলকে সরিয়ে এই প্রথম গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। বোর্ড গঠনের আগে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করল পঞ্চায়েত অফিস। বুধবার প্রথম দিনের পঞ্চায়েত বোর্ড গঠন করল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ নম্বরের গ্রামপঞ্চায়েত। এখানে মোট ১৪টি আসনের মধ্যে ১০টি আসন পায় বিজেপি, তৃণমূল পেয়েছে ৩টি আসন এবং সিপিএম ১টি আসন। তবে সিপিএমের প্রার্থী বিজেপির সঙ্গেই বোর্ড গঠনে যোগ দেয়। বোর্ড গঠনের আগে জয়ী প্রার্থীদের একত্রিত করে গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করে বিজেপি। দীর্ঘদিন এই পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। এবার বিজেপির দখলে এল খারুই ২ নম্বর গ্রামপঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন জয়শ্রী গুছাইৎ সাহু এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হন মানিকলাল দাস। আজ উৎসবের মেজাজে মেতে ওঠে খারুই ২ গ্রাম পঞ্চায়েত এলাকা মির্জাপুর গ্রাম।