পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তড়িঘড়ি কার্ডিওলজি ICCU-তে স্থানান্তর করা হল তাঁকে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ২০ জানুয়ারি পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এসএসকেএম হাসপাতালের ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মেডিক্যাল বোর্ডের বৈঠকে পার্থর স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়। প্রাক্তন মন্ত্রীর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই বেশি। পটাশিয়াম এবং সোডিয়ামের মাত্রা ওঠানামা করছে, হিমোগ্লোবিনের পরিমাণ কম রয়েছে। পাশাপাশি, দুপুর থেকেই বুকে যন্ত্রণা হচ্ছিল। এরপর ইসিজি করা হয়, রিপোর্ট দেখে বিকালের পরে তাঁকে কার্ডিওলজি আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়।