দেশ

এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রী মৃত্যু

উড়ন্ত বিমানেই এক ব্যক্তির মৃত্যুর ঘটনা। লখনউয়ের চৌধুরী চরণ সিং বিমানবন্দরে ঘটে এই ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সকাল ৮টা বেজে ১০ মিনিট নাগাদ সেখানে এয়ার ইন্ডিয়ার একটি বিমান অবতরণ করে। সেখানেই দেখা যায়, বিমানে নিজের সিটে পড়ে অচৈতন্য অবস্থায় রয়েছেন এক ব্যক্তি। তারপরই তাকে মৃত ঘোষণা করা হয়। শুক্রবার সকালে দিল্লি থেকে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার ওই বিমান। জানা যায় বিমান সকাল ৮ টা ১০ নাগাদ লখনউতে নামে। এক এক করে বিমান থেকে নীচে নেমে আসেন যাত্রীরা। তবে আচমকাই বিমানকর্মীদের নজর যায় বিমানের সিটে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক যাত্রীর দিকে। প্রাথমিকভাবে তারা মনে করেছিলেন, হয়ত ঘুমিয়ে পড়েছিলেন তিনি। কিন্চতু অনেক ডাকাডাকির পড়েও যখন তিনি ঘুম থেকে ওঠেন না, তখনই সন্দেহ হয় তাদের। বিমানযাত্রী এক চিকিৎসক পরীক্ষা করার পরই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।