জেলা

আজ থেকে প্যাসেঞ্জার ট্রেন চালু হল হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে

আজ থেকে চালু হয়ে যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। মোট  ৪০ জোড়া রেল চলবে এই পথে। তবে সংখ্যার বিচারে মোট চলবে ৮১টি ট্রেন। এর মধ্যে ৩০টি ট্রেন চলবে হাওড়া ডিভিশনে,  ৩৩টি ট্রেন চলবে আসানসোল ডিভিশনে ও ১৮টি ট্রেন চলবে মালদহ ডিভিশনে। হাওড়া ডিভিশনে ৩০টি ট্রেন চলবে। যার মধ্যে বর্ধমান-রামপুরহাটের মধ্যে চলবে ৮টি ট্রেন, রামপুরহাট-দুমকা-যশিডির মধ্যে চলবে ২টি ট্রেন, কাটোয়া-আজিমগঞ্জ মধ্যে চলবে ৮টি ট্রেন, আজিমগঞ্জ-রামপুরহাটের মধ্যে চলবে ৪টি ট্রেন। আসানসোল ডিভিশনে প্যাসেঞ্জার ট্রেন চলবে ৩৩টি। যার মধ্যে বর্ধমান-আসানসোল মধ্যে চলবে ১৫টি। অন্ডাল-সাঁইথিয়ার মধ্যে চলবে ৬টি ট্রেন। আসানসোল-ধানবাদের মধ্যে চলবে ৬টি ট্রেন। আসানসোল-যশিডি-ঝাঝা সেকশনে আগামিকাল থেকে রেল পথে যাতায়াত করতে পারবেন আসানসোল, মালদা ডিভিশনের যাত্রীরা। কাল থেকে চালু হয়ে যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। মোট  ৪০ জোড়া রেল চলবে এই পথে। তবে সংখ্যার বিচারে মোট চলবে ৮১টি ট্রেন। এর মধ্যে ৩০টি ট্রেন চলবে হাওড়া ডিভিশনে, ২২টি ট্রেন চলবে আসানসোল ডিভিশনে ও ২টি ট্রেন চলবে মালদহ ডিভিশনে। হাওড়া ডিভিশনে ৩০টি ট্রেন চলবে। যার মধ্যে বর্ধমান-রামপুরহাটের মধ্যে চলবে ৮টি ট্রেন, রামপুরহাট-দুমকা-যশিডির মধ্যে চলবে ২টি ট্রেন, কাটোয়া-আজিমগঞ্জ মধ্যে চলবে ৮টি ট্রেন, আজিমগঞ্জ-রামপুরহাটের মধ্যে চলবে ৪টি ট্রেন। আসানসোল ডিভিশনে প্যাসেঞ্জার ট্রেন চলবে ২২টি। যার মধ্যে বর্ধমান-আসানসোল মধ্যে চলবে ৮টি। অন্ডাল-সাঁইথিয়ার মধ্যে চলবে ৪টি ট্রেন। আসানসোল-ধানবাদের মধ্যে চলবে ৪টি ট্রেন। আসানসোল-যশিডি-ঝাঝা সেকশনে চলবে ৬টি ট্রেন।মালদা ডিভিশনে চলবে ১৮টি ট্রেন। বেশিরভাগ ট্রেন চলবে মালদহ সাথে উত্তরের সংযোগ।কোভিড প্রটোকল মেনেই চালু হবে এই সব ট্রেন পরিষেবা।  কলকাতা লাগোয়া শহরতলির বাইরে থেকে বহু মানুষ কলকাতায় আসেন।