কলকাতা

ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত কলকাতা মেডিকেল

ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভের জেরে সোমবার থেকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে মেডিকেলে। মঙ্গলবারও অব্যাহত রয়েছে সেই আন্দোলন। জানা গিয়েছে, ক্যাম্পাসে ছাত্র নির্বাচন করানোর দাবিতে কাল সারারাতব্যাপী ঘেরাও করে রাখা হয় অধ্যক্ষের অফিস।  ভিতরে আটকে পড়েন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ তথা একাধিক বিভাগীয় প্রধান। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, বহুবার নির্বাচন করানোর কথা বললেও কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। সেই কারণেই তাঁদের এই পদক্ষেপ। এই পরিস্থিতিতে ঠিকমতো পরিষেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। পরিষেবা না পেয়ে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা। এদিকে বিক্ষোভে নেমেছেন নার্সিং স্টাফরাও। সবমিলিয়ে, মেডিকেল চত্বরের পরিস্থিতি বেশ উত্তপ্ত। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তার অপেক্ষায় রয়েছেন রোগীর পরিবার-পরিজনরা।