দেশ

বিএসএফের কাজের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতা করে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে পাঞ্জাব সরকার

বাংলার পর এবার বিএসএফ নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতায় সরব পাঞ্জাবও। দেশের সীমান্তে বিএসএফের কাজের ক্ষমতা ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা নিয়ে যে সিদ্ধান্ত বলবৎ করতে চাইছে কেন্দ্র, তার বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলায় দায়ের করল ক্যাপটেন অমরিন্দর সিংয়ের প্রশাসন। শীর্ষ আদালতে এই মামলার শুনানির দিন স্থির হয়েছে ৪ সপ্তাহ পর অর্থাৎ আগামী বছর।  সংবিধানের ১৩১ নং ধারায় কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে পাঞ্জাব সরকার। মামলার আবেদনে বলা হয়েছে, একতরফাভাবে কেন্দ্রের এই সিদ্ধান্ত অসাংবিধানিক। আবেদনে বলা হয়েছে, বিএসএফের কাজের এক্তিয়ার বাড়ানোর জেরে অসুবিধার সম্মুখীন হচ্ছে পাঞ্জাব। কারণ, তাদের রাজ্যে ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকাতেই রয়েছে বেশিরভাগ সরকারি কার্যালয়। তাই সেসব এলাকায় বিএসএফ সবসময় কাজের জন্য ঘোরাফেরা করলে সরকারি কাজ ব্যাহত হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।  পাশাপাশি কোনও আলোচনা ছাড়াই অসম, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ – এই তিন রাজ্যের সীমান্তে বিএসএফের কাজের পরিসর বাড়ানো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করা বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। শুধু পাঞ্জাবই নয়, বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় করে বার বার সরব হয়েছিল পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।