কলকাতা

প্রেসিডেন্সি সংশোধনাগারে আসামির আত্মহত্যার চেষ্টা

গুজরাতের বরোদার কেন্দ্রীয় সংশোধনাগারে একসঙ্গে সাত বন্দির আত্মহত্যার চেষ্টার পর এবার খাস কলকাতায় । প্রেসিডেন্সি সংশোধনাগারে ফাঁসির সাজাপ্রাপ্ত বন্দি নিজের পেটে ছুড়িকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই ফাঁসির সাজাপ্রাপ্ত আহত আসামিকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে । সেখানেই সে বর্তমানে চিকিৎসাধীন ।