দেশ

টানা একাদশতম দিন, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

একাদশতম দিনেও দেশের বিভিন্ন প্রান্তে বেড়ে গেল পেট্রোল আর ডিজেলের দাম। লকডাউনের কারণে টানা ৮২ দিন তেলের দাম এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর আচমকা সে যেন বেড়েই চলেছে। বুধবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৭৯.০৮ টাকা হল। ডিজেলের দামও হয়েছে লিটারপ্রতি ৭১.৩৮ টাকা। সারা দেশেই গত ৭ জুন থেকে ধাপে ধাপে বাড়ছে জ্বালানি তেলের দাম।