দেশ

ফের জ্বালানির মূল্যবৃদ্ধি

পেট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল ডিজেলের দামও।  মাঝে একদিন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি স্থগিত থাকার পর ফের বাড়তে শুর করল পেট্রোপণ্যের দাম। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়ে হল ১০৬ টাকা ৭৭ পয়সা। আর ডিজেলের দাম বেড়ে হল ৯৮ টাকা ৩ পয়সা।শুধু মাঝে একদিন দামবৃদ্ধির বিরতি। তারপর লক্ষ্মীপুজোর দিন থেকে আবার মহার্ঘ্য হতে শুরু করল পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার রাত ১২টার পর থেকে কলকাতায় এক লিটার ডিজেলের দাম ৯৮ টাকা ছাড়িয়ে গেল। সেঞ্চুরি থেকে আর মাত্র ২ টাকা দূরে রয়েছে ডিজেল। আর পেট্রোল তে আগেই সেঞ্চুরি হাঁকিয়ে বসে রয়েছে।শুধু কলকাতাতেই নয়, দেশের বিভিন্ন মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের মূল্য বাড়ল এদিন। অন্তত ৩৫ পয়সা করে বেড়েছে প্রতি লিটার ডিজেলের দাম। দেশে যে হারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে তাতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তদের। বুধবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়েছে। পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৬ টাকা ৭৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। ডিজেলের দাম হয়েছে ৯৮ টাকা ৩ পয়সা। যে হারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে, তাতে সেঞ্চুরি হাঁকানো কেবল সময়ের অপেক্ষা কলকাতায়। কলকাতার মতো দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ অন্যান্য শহরও পেট্রোল ও ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। বুধবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম বেড়েছে ৩৫ পয়সা। রাজধানী শহরে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৬ টাকা ১৯ পয়সা। আর এক লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৪ টাকা ৯২ পয়সা। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১১২ টাকা ১১ পয়সা। আর ডিজেলের দাম ১০২ টাকা ৮৯ পয়সা। অর্থাত্‍ মুম্বইয়ে ডিজেলও সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে আগেই। চেন্নাইয়ে পেট্রোল লিটারপিচু ১০৩ টাকা ৩১ পয়সা। ডিজেল ৯৯ টাকা ২৬ পয়সা।