দারুণ খবর! পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা কর কমানোর সিদ্ধান্ত মোদী সরকারের। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এ খবর জানানো হয়েছে। সংবাদসংস্থা এ খবর জানি জানানো হয়েছে। সংবাদসংস্থা এ খবর জানিয়েছে। বৃহস্পিতবার থেকে নতুন দাম কার্যকর হবে। পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে যাওয়ায় প্রবল সমস্যায় পড়েছেন মানুষ। এ কথা বলার আর কোনও অপেক্ষা রাখে না। কারণ জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে প্রভাব পড়েছে। অবশেষে স্বস্তি মিলল। এক ঝটকায় দাম কমল অনেকটা।
On eve of #Diwali, Government of India announces excise duty reduction on petrol and diesel. Excise duty on Petrol and Diesel to be reduced by Rs 5 and Rs 10 respectively from tomorrow pic.twitter.com/peYP1fA4gO
— ANI (@ANI) November 3, 2021