দেশ

গত ১৩ দিনে ১১ বার বাড়লো পেট্রোল-ডিজেলের দাম

ফের দাম বাড়লো পেট্রোল-ডিজেলের ৷ এ নিয়ে ১৩ দিনে ১১ বারে মোট ৮টাকা/লিটার দাম বৃদ্ধি পেল ৷ দীর্ঘ সাড়ে চার মাস জ্বালানির মূল্য একই রেখেছিল মোদি সরকার ৷ ২২মার্চ থেকে ফের দাম বাড়তে শুরু করেছে ৷ দেশজুড়ে একই হারে দাম বাড়লেও বিভিন্ন রাজ্যে জ্বালানির মূল্য বিভিন্ন হতে পারে ৷

এক নজরে দেখে নেওয়া যাক মেট্রো শহরগুলিতে জ্বালানির মূল্য –
পেট্রোলের দাম/লিটার

দিল্লি : ১০৩.৪১ টাকা (৮০ পয়সা বেড়েছে)
মুম্বই : ১১৮.৪১ টাকা (৮৪ পয়সা বেড়েছে), কলকাতা : ১১৩.০৩ টাকা (৮৪পয়সা বেড়েছে)
চেন্নাই : ১০৮.৯৬ টাকা (৭৫ পয়সা বেড়েছে)

ডিজেলের দাম/লিটার
দিল্লি : ৯৪.৬৭ টাকা (৮০ পয়সা বেড়েছে), মুম্বই : ১০২.৬৪ টাকা (৮৫ পয়সা বেড়েছে), কলকাতা : ৯৭.৮২ টাকা (৮০ পয়সা বেড়েছে) চেন্নাই : ৯৯.০৪ টাকা