দেশ

ভোট মিটতেই ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

ভোটের আগে জনগনের মন জিততে বাড়ানো হয়নি পেট্রোল-ডিজেলের দাম। তবে পাঁচ রাজ্যে ভোট মিটতেই ফের বাড়ল জ্বালানির দাম। মূলত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির তরফে আজ ফের বাড়ানো হয়েছে পেট্রোল-ডিজেলের দাম। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শেষ দাম বাড়ানো হয়েছিল পেত্রোল-ডিজেলের। তারপর জানা গিয়েছিল মে মাসের মধ্যেই ফের একবার পেট্রোল-ডিজেলের দাম বাড়াতে পারে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। আর ফের আজ থেকে বাড়ানো হল জ্বালানির দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ১৪ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ১৭ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে, ৯০ টাকা ৭৬ পয়সা। ডিজেলের দাম হয়েছে ৮৩ টাকা ৭৮ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯০.৯৫ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮০.৯১ টাকা।দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৫ পয়সা ও ডিজেলে প্রতি লিটারে ১৬ পয়সা দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে কোনও হেরফের হয়নি বলে জানা গিয়েছে। তবুও কীভাবে ভারতে এত মহার্ঘ পেট্রোল-ডিজেলের সেই বিষয়ে কিছুই জানা যায়নি।