দেশ

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

 অব্যাহত পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি। পরপর দু’দিন অপরিবর্তিত থাকলেও শুক্রবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। চার মেট্রো শহরেই বাড়ল দাম। বাণিজ্যনগরীতে পেট্রোলের দাম ১০০ ছাড়িয়ে যাওয়ার পথে। রাজধানী দিল্লিতেও বাড়ল দাম। শুধু পেট্রোল নয়, ডিজেলের দামও প্রতিনিয়ত বেড়েই চলেছে। আজ কলকাতায় পেট্রোল দাম লিটারপ্রতি ৯৪.৭৬ টাকা। ডিজেলের দাম লিটারপ্রতি ৮৮.৫১ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের লিটারপ্রতি দাম ১০০.৯৮ টাকা। ডিজেলের দাম ৯২.৯৯ টাকা প্রতি লিটার। রাজধানী দিল্লিতেও অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল। সেখানে পেট্রোলের লিটারপ্রতি দাম ৯৪.৭৬ টাকা ও ডিজেল ৮৫.৬৬ প্রতিলিটার। চেন্নাইতে পেট্রোলের লিটারপ্রতি দাম ৯৬.২৩ টাকা ও ডিজেল ৯০.৩৮ টাকা। মুম্বইয়ে গত ২৯ মে সেঞ্চুরি করেছে লিটারপ্রতি পেট্রোলের দাম। এই হারে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকবে না।