ছাড়পত্র পেয়ে গেল ফুলবাগান-শিয়ালদা মেট্রো। CRS-এর সরেজমিনে পরিদর্শনের পরই ছাড়পত্র দেওয়া হল ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চলাচলকে। শিয়ালদা পর্যন্ত মেট্রো চলাচল শুরু হলে বিধাননগর স্টেশনের উপর চাপ অনেকটাই কমবে বলে আশা নিত্যযাত্রীদের। আগামী মাসে যাত্রীদের জন্য ছুটবে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো। বর্তমানে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলছে ৷ তা এবার শিয়ালদা পর্যন্ত জুড়বে ৷ অরুণ আরোরা বলেন, ‘‘শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত কাজ চলছে ৷ ২০২৩’র প্রথম দিকেই যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত হয়ে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশটিও ৷ এই অংশটি জুড়ে গেলে স্বাভাবিকভাবেই যাত্রী সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাবে মেট্রোর ৷ ২০২৫- এর মধ্যে প্রতিদিন ১৮ লক্ষ যাত্রী মেট্রো চলাচলের সুবিধা পাবে ৷’’ তিনি জানিয়েছেন, নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত জমি জটিলতার কারণে এখনও ওই অংশের কাজ শুরু করা যায়নি ৷ সূত্রে খবর, আগামী ১ বৈশাখ থেকেই আনুষ্ঠানিক ভাবে শিয়ালদহ- ফুলবাগান অংশে মেট্রো পরিষেবা শুরু হতে পারে৷ এর ফলে সেক্টর ফাইভ বা সল্টলেকের অফিসযাত্রীদের একটা বড় অংশ অনেকটাই উপকৃত হবেন৷