জেলা

করোনা টেস্টে পাশ করলে তবেই গঙ্গাসাগরের ট্রেনে উঠতে পারবেন তীর্থযাত্রীরা! আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত

গঙ্গাসাগর তীর্থযাত্রীদের এবার কোভিড পরীক্ষা দিয়ে তবেই ট্রেনে চড়তে হবে। এজন্য শিয়ালদহ স্টেশনে কোভিড পরীক্ষাকেন্দ্র তৈরি করা হচ্ছে। কোভিড-১৯ প্রোটোকল রাজ্যের আওতায় হওয়ায় রেলের কাছে ঘর চেয়েছে কেন্দ্র। শিয়ালদহের ডিআরএম এসপি সিং জানান, কোভিডবিধি রক্ষার সব দায়িত্ব মেনে চলা হবে। ব়্যাপিড টেস্টে উত্তীর্ণদের ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে। সোমবার নবান্নে রেলকর্তাদের সঙ্গে রাজ্যের বৈঠকের পর প্রস্তুতির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শিয়ালদহ, নামখানা, কাকদ্বীপ তিন জায়গাতেই শরীরের তাপমাত্রা নেওয়া হবে। থাকবে আইসোলেশন সেন্টার। সন্দেহজনক হলেই পাঠানো হবে হাসপাতালে। এজন্য তিন জায়গাতেই অ্যাম্বুল্যান্স থাকবে। এদিন রেলের তরফে নামখানা, কাকদ্বীপ ঘুরে দেখেন এডিআরএম এসএস প্রিয়দর্শী। তিনি বলেন, “তীর্থযাত্রীদের ভিড় তো হবেই। তাই টিকিট কাটতে যাতে দীর্ঘ সময় দাঁড়াতে না হয় সেজন্য নামখানায় দু’টি ও কাকদ্বীপে বাড়তি তিনটি বুকিং কাউন্টার খোলা হবে। দু’টি স্টেশনের ভিতর ও বাইরে বাড়তি আলোর ব্যবস্থা করা হয়েছে। পরিছন্নতার জন্য বাড়তি সাফাই কর্মী সেখানে মোতায়েন করা হচ্ছে। অস্থায়ী সহায়তা কেন্দ্রও তৈরি করা হচ্ছে। থাকবেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী।