বিদেশ

বিমানের বাথরুমে পড়ে পাইলটের মৃত্যু, তড়িঘড়ি জরুরি অবতরণ

বিমানের বাথরুমে পড়ে মারা গেলেন পাইলট। জরুরি অবতরণ করানো হল পানামায়। রবিবার লাটাম এয়ারলাইন্সের মিয়ামি থেকে চিলিগামী এক বিমানে এমনটাই ঘটেছে। বিমানে ২৭১ জন যাত্রী ছিল। শেষমেশ কো-পাইলট দ্বারা বিমানটির অবতরণ করানো হয়। মৃত ওই পাইলটের নাম ইভান আন্দাউর (৫৬)। বিমানটি ওড়ার তিনঘণ্টা পর অসুস্থবোধ করতে থাকেন পাইলট। ক্রু দ্বারা তাঁকে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবুও শেষরক্ষা হয়নি। শেষঅবধি বাথরুমে পড়ে মারা যান তিনি। ঘটনায় শোকপ্রকাশ করেছে লাটাম এয়ারলাইন্স। লাটাম এয়ারলাইন্স গ্রুপ জানিয়েছে যে, ফ্লাইট LA505 বিমানটি মিয়ামি-সান্তিয়াগোর পথে ছিল। তখন কমান্ড ক্রুর তিন সদস্যের একজনের মেডিক্যাল জরুরি অবস্থার কারণে  পানামার টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পাইলট দুঃখজনকভাবে মারা গিয়েছেন। তাঁর ২৫ বছরের কর্মদক্ষ জীবন ছিল।” মঙ্গলবার বিমানটি পানামা ছেড়ে চিলির দিকে রওয়ানা দিয়েছে বলেই জানা গিয়েছে।