দেশ

বিহারকে আত্মনির্ভর করার জন্য এনডিএ সরকার জরুরিঃ প্রধানমন্ত্রী

বিহারকে আত্মনির্ভর করার জন্য এনডিএ সরকার জরুরি। শুক্রবার বিহারের সাসারামে ভোট প্রচারের জনসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, ক্ষমতায় এসে বিহারে স্বামীত্ব যোজনা শুরু করবেন তাঁরা। প্রধানমন্ত্রী মোদি বলেন, বিরোধীরা ফড়েদের হয়ে কথা বলছে। আমরা যখনই ফড়েদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, ওরা ব্যাথা পেয়েছে। মাণ্ডি ও এমএসপি-র নাম করে ওরা দালাল ও ফড়েদের বাঁচাতে চাইছে। মোদি আরও বলেন, বিহার সম্প্রতি তার ২ সন্তানকে হারিয়েছে। আমি রাম বিলাস পাসওয়ানকে শ্রদ্ধা জানাই, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, সারা জীবন দরিদ্র ও দলিতদের উন্নতির জন্য কাজ করেছেন। রধুবংশ প্রসাদ সিংও দরিদ্রদের জন্য কাজ করেছেন। আমি তাঁকে শ্রদ্ধা জানাই। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিহারের মানুষকে অভিবাদন জানাই। সমস্ত সমীক্ষাই বলছে, বিহারে সরকার গড়বে এনডিএ। কারো বিভ্রান্তিতে ভুলবে না বিহার। আগে গরিবের রেশন লুঠ হয়ে যেত। তাঁর সরকার গরিবদের জন্য বিনামূল্যে রেশন চালু করেছে। প্রধানমন্ত্রী অভিযোগ করলেন, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে বিরোধীরা কথা বলছে। তারা কেন্দ্রের সিদ্ধান্ত বাতিল করতে চাইছে। কিন্তু ভারত তার সিদ্ধান্ত থেকে সরবে না। বিহারের সন্তানেরা গালওয়ান উপত্যকায় প্রাণ দিয়েছেন দেশের জন্য। পুলওয়ামাতেও বিহারের জওয়ানেরা শহিদ হয়েছেন। আমি তাঁদের শ্রদ্ধা জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, তিনি বিহারের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে হাত মিলিয়েছেন।” তিনি এও , আগে যারা বিহার শাসন করেছে, তারা লোভী চোখে বিহারের উন্নয়নের দিকে চেয়ে আছে। বিহার ভুলবে না কারা তাকে পেছনে ঠেলতে চেয়েছে। আগে আইন-শৃঙ্খলা বলে কিছু ছিল না। সর্বত্রই দুর্নীতি ছিল।