দেশ

পিএম কেয়ার ফান্ডে ৫ দিনে অনুদান ৩ হাজার ৭৬ কোটির বেশি, দাতাদের নাম জানতে চাইলেন পি চিদম্বরম

গত ২৭ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে পিএম কেয়ার ফান্ডে জমা পড়েছে ৩ হাজার ৭৬ কোটি টাকা। সরকারি এক অডিট রিপোর্ট থেকে একথা জানা গিয়েছে। রিপোর্টে দেখা যাচ্ছে, দেশের মধ্যে থেকে অনুদানকারীরা দিয়েছেন ৩ হাজার ৭৫ কোটি ৮৫ লক্ষ টাকা। বিদেশ থেকে অনুদান এসেছে ৩৯ লক্ষ ৬৭ হাজার টাকা। অডিট রিপোর্টের স্টেটমেন্টে বলা হয়েছে, পিএম কেয়ারে প্রথমে জমা পড়েছিল ২ লক্ষ ২৫ হাজার টাকা। পিএম কেয়ার ফান্ডের ওয়েবসাইটে ওই স্টেটমেন্ট পোস্ট করা হয়েছে। ওই স্টেটমেন্টের সঙ্গে যে নোট দেওয়া হয়েছিল, তা অবশ্য পোস্ট করা হয়নি। অর্থাত্‍ যাঁরা ওই তহবিলে টাকা দিয়েছেন, তাঁদের পরিচয় গোপন রাখছে সরকার।প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম টুইট করে প্রশ্ন তুলেছেন, ‘যে দয়ালু ব্যক্তিরা এত টাকা দান করেছেন, তাঁদের নাম প্রকাশ করা হচ্ছে না কেন? যে কোনও এনজিও-কে কেউ যদি নির্দিষ্ট অঙ্কের বেশি টাকা দেয়, তাহলে তার নাম প্রকাশ করতে হয়। তাহলে পিএম কেয়ারকে দাতাদের নাম জানাতে বলা হবে না কেন?’ পরে চিদম্বরম বলেন, ‘যাঁরা অনুদান পাচ্ছেন, তাঁদের নাম জানা যাচ্ছে। যে সংস্থাকে দান করা হচ্ছে, তার ট্রাস্টিদের নাম জানা যাচ্ছে। কিন্তু যাঁরা দান করছেন, তাঁদের নাম জানানো হচ্ছে না কেন?’