দেশের বর্তমান করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিনেশন নিয়ে সরকারের উচ্চ আধিকারিকদের সঙ্গে আজ বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি পাওয়া গিয়েছে করোনার নতুন ধরন বি.১.১.৫২৯ ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দিয়েছে ‘ওমিক্রন’ ৷ এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা-সহ বেশ কিছু দেশ থেকে ভারতে আসা যাত্রীদের জন্য কড়া বিধিনিষেধ চালু করেছে কেন্দ্রীয় সরকার ৷ ভারতে এসেও যাত্রীদের নতুন করে করোনা পরীক্ষা করতে হবে ৷ স্বাস্থ্যমন্ত্রক ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় হংকং আর ইজ়রায়েলকে যোগ করেছে ৷ এই দেশগুলি থেকে যাত্রীরা ভারতে এলে অতিরিক্ত বিধিনিষেধ মেনে চলতে হবে ৷ নতুন এই কোভিড ভ্যারিয়্যান্ট যাতে কোনও ভাবে দেশে না ঢোকে, তা রুখতেই ফের কড়াকড়ি চালু হল ৷ দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বৎসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাওয়ে, সিঙ্গাপুর, ইজরায়েল, হংকং, এমনকি ব্রিটেন-সহ ইউরোপের বেশ কিছু দেশের যাত্রীদের অতিরিক্ত নিয়ম মানতে হবে ৷ প্রায় দু’ঘণ্টা ধরে চলা বৈঠকে ভ্যাকসিনেশন নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রীকে ‘ওমিক্রন’ এর বৈশিষ্ট্য এবং বিভিন্ন দেশে এই ভ্যারিয়েন্টের প্রভাব সম্পর্কে
বিস্তারিত জানিয়েছেন। বৈঠকে পিকে মিশ্র, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্য ড. ভিকে পাল সহ শীর্ষ আমলারা উপস্থিত ছিলেন। নতুন স্ট্রেন যাতে কোনও ভাবে দেশে ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে মাস্ক পরার ছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদনও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘উচ্চ সংক্রমণযুক্ত এলাকাগুলিতে নজরদারি বাড়াতে হবে। কনটেনমেন্ট জোনগুলির দিকেও খেয়াল রাখতে হবে। দেশবাসীকে আরও সতর্ক হতে হবে। মাস্ক পরা ছাড়াও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। আন্তর্জাতিক উড়ান চলাচলে ছাড়পত্রের বিষয়টি পুনরায় বিবেচনা করতে হবে। দ্বিতীয় ডোজ নেওয়ার ব্যাপারেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, রাজ্যগুলিকে দেখতে হবে যারা কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন, তাঁরা যেন সময়মতো দ্বিতীয় ডোজ নেন।’ শুক্রবারই নয়া এই প্রজাতির বিষয়ে দেশের সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। ‘ওমিক্রন’ আতঙ্কের জেরে দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বই এলেই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার জানিয়েছেন, করোনা ভাইরাসের নতুন প্রজাতি নিয়ে মুম্বইয়ে উদ্বেগ রয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের কোভিড পজিটিভ রিপোর্ট এলে জিনোম সিকোয়েন্সিং করা হবে। অতীতের অভিজ্ঞতা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।