দেশ

দেশজুড়ে করোনা টিকাকরণের সূচনা প্রধানমন্ত্রীর

আজ দেশজুড়ে করোনার টিকাকরণের দেওয়া হলেও, সতর্কতা যেন বজায় থাকে, আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন করোনার প্রতিষেধকের শুভ উদ্বোধনে এমনটাই জানিয়েছেন মোদি। আজ দেশের ৩০০০ কেন্দ্রে ভ্যাকসিনের প্রথম শট দেওয়া হবে। ইতিমধ্যেই সকাল ১১টা থেকে এই ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে সারা দেশে প্রায় ৩ কোটি মানুষকে এই টিকা দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে ৩০ কোটিতে। তবে এই পর্যায়গুলিতে মূলত চিকিত্‍সক, চিকিত্‍সাকর্মী, পুরকর্মী, সাফাইকর্মী, পুলিশের মতো প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করা ব্যক্তিদের এই ভ্যাকসিন দেওয়া হবে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতে কী ধরনের প্রতিভা রয়েছে তার জীবন্ত উদাহরণ এই ভ্যাকসিন। টিকাকরণের ক্ষেত্রে ভারত মানবিকতাকেই প্রাধান্য দেয়। অন্যদের আগে আমাদের চিকিত্‍সক, নার্স, স্বাস্থ্যকর্মীকরা সবার আগে ভ্যাকসিন পাবেন। কোভিড ভ্যাকসিন প্রস্তুতির জন্য আমরা রাজ্যগুলিতে রাজ্য সরকারের সহযোগিতায় ড্রাই রান ও ট্রায়াল চালিয়েছি। করোনার দুটো ডোজ নেওয়াই কিন্তু আবশ্যিক। একটা নেওয়ার পরে দ্বিতীয়টা নেব না, এই ভুলটা করবেন না। দ্বিতীয় ডোজ নেওয়ার ২ সপ্তাহ পরে করোনার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা তৈরি হবে। তিনি আরও বলেন, করোনা সঙ্গে যুদ্ধের সময়ে আপনারা যেমন ধৈর্য রেখেছিলেন। টিকাকারণের সময়েও তেমন ধৈর্য রাখুন। সারা বিশ্বে মাত্র ৩টি দেশ আছে যেখানে জনসংখ্যা ১৩০ কোটির বেশি। তাই ভারতের টিকাকরণের এই পদ্ধতি অনেক বড়। ভারত প্রথম ধাপেই ৩ কোটি মানুষকে টিকা দিচ্ছে। তিনি এও বলেন, নিশ্চিত হয়েই আমাদের বিজ্ঞানীরা টিকা নেওয়ার অনুমতি দিয়েছে। তাই গুজব থেকে দূরে থাকুন। আমাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা রয়েছে। ট্যাক রেকর্ড থেকেই আমরা এই বিশ্বাসযোগ্যতা অর্জন করেছি।

https://www.facebook.com/narendramodi/videos/1051092328725206
https://www.facebook.com/narendramodi/videos/1051092328725206