স্বচ্ছতা নিয়ে ব্যক্তিগত উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ রবিবার মন কি বাতের ভাষণে সমাজসেবীদের ব্যক্তিগত উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযানের প্রশংসা করেন তিনি ৷ বিশেষ করে গঙ্গার দূষণ রোধে মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা চন্দ্রকিশোর পাটিলের কাজের প্রশংসা শোনা যায় নরেন্দ্র মোদির গলায়৷ আজ মন কি বাতের 87তম পর্ব ছিল ৷ যেখানে ব্যক্তিগত উদ্যোগে স্বচ্ছ ভারত মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ দু’জন ব্যক্তির কথা বলেন প্রধানমন্ত্রী ৷ যাঁদের মধ্যে একজন মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা চন্দ্রকিশোর পাটিল ৷ মোদি বলেন, চন্দ্রকিশোর পাটিল নদীতে আবর্জনা না ফেলার জন্য লাগাতার লোকজনকে বুঝিয়ে চলেছেন ৷ নদীকে দূষণমুক্ত করতে সবাইকে উৎসাহ দিয়ে চলেছেন তিনি ৷ নরেন্দ্র মোদি তাঁর ভাষণে বলেন, ‘‘চন্দ্রকিশোর পাটিল একজন সত্যিকারের স্বচ্ছতাপ্রেমী ব্যক্তি ৷ তিনি মহারাষ্ট্রের নাসিকে থাকেন ৷ তিনি স্বচ্ছতা অভিযানের কাজ মন থেকে করেন ৷ গোদাবরী নদীর তীরে থাকেন তিনি ৷ সেখানকার মানুষকে নদীতে আবর্জনা না ফেলার জন্য প্রতিনিয়ত বুঝিয়ে চলেছেন ৷ তিনি যদি এমনটা কাউকে করতে দেখেন ৷ তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে আটকান ৷ এই কাজে চন্দ্রকিশোর তাঁর অনেকটা সময় ব্যয় করেন ৷’ রাহুল মহারানার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আরেক স্বচ্ছতাপ্রেমী হলেন, রাহুল মহারানা ৷ তিনি পুরীর বাসিন্দা ৷ উনি পুরীর ধর্মীস্থানে প্রতি রবিবার সকালে যান এবং সেখানে পড়ে থাকা প্লাস্টিকের আবর্জনা পরিষ্কার করেন ৷ তিনি এখনও পর্যন্ত একশো কিলোর বেশি প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করেছেন ৷’’