মার্কিন সফরের প্রথম দিনেই বহুজাতিক সংস্থার কর্ণধারদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। দেশে বিনিয়োগ টানার লক্ষেই তাঁর এই উদ্যোগ। এমনটাই পিএমও সূত্রে খবর। একাধিক কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার ওয়াশিংটন নেমেছেন নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন ইন্দো-মার্কিন প্রবাসী ভারতীয়দের একটা সংগঠন। পরে তাঁদের সঙ্গেই রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরপরে বেলার দিকে (মার্কিন সময়ে) অ্যাডব, কোয়ালকম, জেনারেল অ্যাটমিক, ফার্স্ট সোলার এবং ব্ল্যাক স্টোন সংস্থার সিইওদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিন বিকেলের দিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। দুই বছর পর এটাই হবে প্রধানমন্ত্রীর কোনও গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতার সঙ্গে মুখোমুখি বৈঠক। প্রধানমন্ত্রীর সূচিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়েশোহিদে সুগার সঙ্গেও বৈঠক রয়েছে।