দেশ

ডোর-টু-ডোর টিকাকরণে জোর দিতে পরামর্শ প্রধানমন্ত্রীর

সব নাগরিককে করোনার ভ্যাকসিন দিতে এবার ‘ডোর-টু-ডোর’ যাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার তিনি একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে করোনার টিকাকরণ নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই পরামর্শ দেন ৷ মোদি জানান, এখন বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকা  দেওয়ার কাজ করতে হবে ৷ এর জন্য প্রয়োজনে ধর্মগুরুদের সাহায্য নেওয়ার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু ডোর-টু-ডোর করোনার টিকাকরণ করতে গেলে পরিকাঠামো পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন ৷ সেই পরিকাঠামোর অন্যতম অঙ্গ হল লোকবল ৷ কীভাবে সেই লোকবল মিলবে, তাও বাতলে দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ তাঁর পরামর্শ, এর জন্য প্রয়োজনে ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি ও ন্যাশনাল সার্ভিস স্কিম বা এনএসএস-এর সাহায্য নিতে বলেছেন ৷ দেশের যে সমস্ত রাজ্যে এখনও করোনার টিকাকরণ ৫০ শতাংশের নিচে, সেই রাজ্যগুলিকে নিয়েই এদিনের বৈঠক বসেছিল ৷ সেখানে মহারাষ্ট্র-সহ বেশ কয়েকটি রাজ্য মোদির কাছে ‘ডোর-টু-ডোর’ টিকাকরণের ছাড়পত্র দেওয়ার আবেদন জানান ৷ তার পরই মোদি এই পরামর্শ দেন ৷ তিনি বলেন, ‘‘এতদিন আমরা টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা করেছি ৷ এবার বাড়ি বাড়িতে টিকা নিয়ে পৌঁছে যেতে হবে ৷’’ একই সঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শ, ২৫ জনের ছোট ছোট দল তৈরি করা হোক প্রতিটি গ্রামে, শহরে যাওয়া হোক ৷ আরও মানুষকে সচেতন করতে হবে ৷