দেশ

নিজেই সরকারের ডাকা সর্বদল বৈঠকে অনুপস্থিত খোদ প্রধানমন্ত্রী

নিজের সরকারের ডাকা বৈঠকে গরহাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সোমবার থেকেই সংসদে বসছে শীতকালীন অধিবেশন। যা প্রথমদিন থেকেই উত্তাল হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত। সেই কারণেই একাধিক বিষয়ে আলোচনার জন্য রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় সরকার। সেই বৈঠকেই রীতি ভেঙে গরহাজির থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের বৈঠকে অংশগ্রহণ করেনি আম আদমি পার্টি। সরকার বাহাদুরের তরফে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বাণিজ্য-ব্যবসা মন্ত্রী পীযূষ গোয়েল। আর আজকের সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত না থাকার জন্য কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। তিনি বৈঠকেই বলেছেন, ‘আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী আজকে আমাদের মধ্যে থাকবেন ও আলোচনা করবেন। বিশেষ করে তিন বিতর্কিত কৃষি আইন নিয়ে আরও কিছু জানার ছিল আমাদের, ভবিষ্যতে আবার সেই আইন কোনও ভাবে ফেরানো হবে না তো।’ কৃষি আইন ও নূন্যতম সহায়ক মূল্য নিয়ে কথা না বলতে দেওয়ায় বৈঠক ছেড়ে বেড়িয়ে গেলেন আপ নেতা সঞ্জয় সিং। তিনি বলেছেন, ‘আমাকে তো কথাই বলতে দেওয়া হল না। বিএসএফ-এর পরিসর বৃদ্ধি নিয়ে ও কৃষকদের নূন্যতম সহায়ক মূল্য নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম। আমাকে কিছুই বলতে দেওয়া হল না। তাই বেড়িয়ে গিয়েছি।’ আগামী সোমবার সংসদে একাধিক ইস্যু নিয়ে আক্রমণ করা হতে পারে কেন্দ্রকে। সূত্রের খবর, মূলত বেকারত্ব, অপুষ্টির শিকার, তিন কৃষি আইন, পেগাসাস নিয়ে উত্তাল হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন।