ক্ষমতায় আসার পর থেকেই জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবারও তার অন্যথা হল না। বৃহস্পতিবার সকালেই প্রধানমন্ত্রী মোদি পৌঁছে গেলেন জম্মুতে। পাক সীমান্ত সংলগ্ন রাজৌরি তাঁর গন্তব্য। সেখানে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন নৌসেরা সেক্টরে তিনি জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন। এই নিয়ে দ্বিতীয়বার এই রাজৌরিতে দীপাবলি কাটাবেন মোদি। বুধবারই রাজৌরিতে এসে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে গিয়েছেন সেনাবাহিনী প্রধান এমএম নারাভানে। গত তিন সপ্তাহে এই রাজৌরি এবং পুঞ্চ সেক্টরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ১১ জন জওয়ান। আততায়ীদের ধরতে নেমে পুঞ্চ–রাজৌরির জঙ্গলে ২৪ দিন ধরে অভিযান চালিয়েছে জওয়ানরা। ৯ জন সেনা শহিদ হয়েছেন এই অভিযানে। তবু জঙ্গিদের নাগাল পাওয়া যায়নি। গত সপ্তাহে এই রাজৌরি সেক্টরেই মাইন বিস্ফোরণে আরও দুই জওয়ান নিহত হয়েছেন। এবার সেই রাজৌরিতেই যাচ্ছেন মোদি। বোঝাই যাচ্ছে, যে সেনাদের মনোবল বাড়াতেই তিনি দীপাবলি পালন করবেন সেখানে।