বুধবার নয়াদিল্লি পৌরনিগম ঐতিহাসিক এই প্রস্তাবনা পাশ করেছে ৷ সম্প্রতি সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত এই রাস্তার ৷ রাজপথের নাম এখন ‘কর্তব্য পথ’ ৷ আজ বৃহস্পতিবার, সন্ধে ৭টা নাগাদ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পিএমও-র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানা হয়েছে, ‘অমৃতকালে নতুন ভারতের জন্য এই পদক্ষেপগুলি প্রধানমন্ত্রীর পাঁচ নতুন শপথের অঙ্গ ৷ ঔপনিবেশিক মানসিকতার সব চিহ্ন সরিয়ে দেওয়া হবে ৷’ এবছর স্বাধীনতা দিবসে লালকেল্লায় বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী ঔপনিবেশিক মানসিকতা মুছে ফেলার কথা জানিয়েছিলেন ৷ রাজপথের নাম বদলের পাশাপাশি ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ‘দ্য গ্র্যান্ড ক্যানোপি’র তলায় বসবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি ৷ যার উচ্চতা ২৮ ফুট ৷ যেখানে পঞ্চম জর্জের মূর্তি ছিল ৷ অন্যদিকে, সেন্ট্রাল ভিস্তা এভিনিউ-এর দৈর্ঘ্য ২ কিমি ৷ সংস্কার করা এই রাস্তায় ৭৪টি ঐতিহাসিক লাইট পোল রয়ে গিয়েছে ৷ নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ৯০০টি নতুন লাইট পোল বসানো হয়েছে ৷ কংক্রিটের বদলে হাজার হাজার স্যান্ডস্টোন ৷ এছাড়া সাধারণ পথচারীদের জন্য রাজপথ আর ইন্ডিয়া গেটের সীমানায় ১৬.৫ কিমি ফুটপাথ যোগ হয়েছে ৷ ১৯ একরের খালও পুনর্নির্মান করেছে কেন্দ্র ৷ ১০১ একরের বিশাল বাগান আছে ভিস্তা এভিনিউতে ৷ নানা প্রজাতির ঘাস রোপণ করা হয়েছে ৷ জল আটকে কোনও ক্ষতি যেন না হয়, তাই প্রয়োজনীয় জায়গা ঢালু করা এবং ড্রেনের বন্দোবস্ত আছে ৷ একেবারে খাঁটি জাম গাছ সংরক্ষিত রয়েছে এখানে ৷ আগে যে সব গাছ ছিল সেগুলোর সমীক্ষা এবং ক্য়াটালগ করে রেখেছে মন্ত্রক ৷নবনির্মিত এভিনিউয়ের ৮টি পৃথক জায়গায় শৌচালয়, কিয়স্ক, জল খাওয়ার ঝরনা আছে ৷ ৬৪টি শৌচালয় মহিলাদের জন্য, পুরুষদের ৩২টি ৷ পাশাপাশি আরও ১০টি শৌচালয় ৷ বিভিন্ন জায়গায় আছে ৭টি ভেন্ডিং প্লাজা ৷ ব্যস্ত সময়ে ট্র্যাফিকের যানজটে পথচারীদের কোনও অসুবিধে যেন না হয় ৷ তাই গুরুত্বপূর্ণ জংশনে হেঁটে পারাপারে 4টি নতুন আন্ডারপাস তৈরি হয়েছে ৷ এতে মানুষ নিরাপদে রাস্তা পেরতে পারবে ৷