আজ সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের কেদারনাথ মন্দির প্রাঙ্গণে আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করলেন তিনি। ১২ ফুটের সেই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে ২০০ কোটি টাকারও বেশি। আদি শঙ্করাচার্যের সমাধি ২০১৩ সালের উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর অবশেষে এটি পুনর্গঠন করা হল। এদিন নরেন্দ্র মোদি বলেন, ‘আপনারা সকলেই আজ এখানে আদি শঙ্করাচার্য সমাধির উদ্বোধনের সাক্ষী। তাঁর ভক্তরা এখানে মন থেকে উপস্থিত। দেশের সমস্ত গণিত এবং ‘জ্যোতির্লিঙ্গ’ আজ আমাদের সঙ্গে যুক্ত।’ আদি শঙ্করাচার্যের মূর্তি উন্মোচনের আগে কেদারনাথে পুজো দেন। এরপর কেদারনাথ মন্দির প্রদক্ষিণ করেন। এরই পাশপাশি হিমালয় মন্দিরে ৩০০ কোটিরও বেশি টাকার বিভিন্ন প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেরাদুন বিমানবন্দরে উপস্থিত হন উত্তরাখণ্ডের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, তাঁর মন্ত্রিসভার সহকর্মী সুবোধ উনিয়াল, গণেশ যোশী।