দেশ

অতিমারিতে বাবা-মাকে হারানো শিশুদের প্রতি মাসে ৪ হাজার টাকা দেবে কেন্দ্রীয় সরকার, ঘোষণা প্রধানমন্ত্রীর

পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম

অতিমারিতে যেই শিশুরা তাদের বাবা-মা’কে হারিয়েছে, প্রতি মাসে তাদের ৪ হাজার টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে ৷ পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম’-এর অনুষ্ঠানে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ‘‘কোভিডে বাবা-মাকে হারানো শিশুদের দৈনন্দিন চাহিদা মেটাতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৪ হাজার টাকা দেওয়া হবে ।”  ১৮-২৩ বছর বয়সিদের জন্য বৃত্তি প্রদান করা হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন শিক্ষাক্ষেত্রে ঋণের ক্ষেত্রেও সুযোগসুবিধা বাড়ানো হচ্ছে ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘যদি কারও পেশাগত কোর্স বা উচ্চশিক্ষার জন্য ঋণের প্রয়োজন হয়, তাহলে পিএম কেয়ার্স তাতেও সাহায্য করবে ৷”