কলকাতা

মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর, ম্যান মেড বন্যা!মোদিকে নালিশ মমতার

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে নালিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন হাওড়ার আমতায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী৷ তিনি অভিযোগ করেন, রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছাড়ার কারণেই রাজ্যে এই ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে৷ একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ডিভিসি-র জলাধারগুলির পলিও নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না৷ ফলে, জলাধারগুলির জলধারণ ক্ষমতা কমে যাচ্ছে বলে প্রধানমন্ত্রীকে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ বন্যা পরিস্থিতিতে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বন্যা পরিস্থিতি ভয়াবহ। আরামবাগের খানাকুল সহ একাধিক অঞ্চল জলের তলায়। জলবন্দি অবস্থায় আটকে রয়েছেন বহু মানুষ। এই মুহূর্তে কেউ ঠাই নিয়েছেন বাড়ির ছাদে আবার কেউ ত্রাণ শিবিরে আটকে রয়েছেন। এই অবস্থায় আজ বন্যা বিধ্বস্ত এলাকা সরজমিনে খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন বলে ঠিক হয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আপাতত সড়কপথে উদয়নারায়ণপুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।