“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাঙালিদের বিশ্বাস করেন না ।” বুধবার দিল্লি থেকে কলকাতায় ফিরেই এই বোমা ফাটালেন মোদি মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ বিজেপি ছেড়ে সদ্যই তৃণমূলে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল ৷ এদিন, হাওড়া স্টেশনে নেমে বাবুল সুপ্রিয় বলেন, “মানুষের জন্যে মমতাদি’র নেতৃত্বে কাজ করতে পারলে ভালই হবে ।” এরপরই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বাঙালিদের বিশ্বাস করেন না । এই সাত বছরে বাংলা থেকে কাউকে কেন্দ্রে পূর্ণ মন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়নি ৷ ” তবে কি ঘুরিয়ে প্রধানমন্ত্রীকে বাঙালি বিদ্বেষী বললেন বাবুল ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পাশাপাশি বাবুলের সংযোজন, বাংলা থেকে যাঁরা বিজেপিতে গিয়ে জিতেছিলেন, তাঁদের সঙ্গে কোনও ভাবে কোথাও সামঞ্জস্য হচ্ছে না ৷ এটাও তিনি উপলব্ধি করেছেন । এই প্রসঙ্গে তিনি কংগ্রেস থেকে আসা ও বিজেপির বাংলা থেকে জেতা প্রার্থী আলুওয়ালিয়ার উদাহরণ তুলে ধরেন । বিজেপি সাংসদ হিসেবে নিজের পদ থেকে পদত্যাগের বিষয়ে বাবুল সুপ্রিয় এদিন বলেন, তিনি লোকসভার স্পিকারের কাছে সময় চেয়েছেন নিজের পদত্যাগ পত্র দেওয়ার জন্য ৷ কিন্তু এখনও সময় পাননি ।