বিদেশ

১৫৭টি মূর্তি নিয়ে আমেরিকা থেকে ফিরছেন প্রধানমন্ত্রী

আমেরিকা থেকে খালি হাতে ফিরছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরং দেশ থেকে পাচার হওয়া ঐতিহ্যমণ্ডিত ১৫৭টি পুরাকীর্তি ভারতে ফিরিয়ে আনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার তরফে সেই পুরাকীর্তিগুলি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। জো বাইডেন ও কমলা হ্যারিসের এই উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। অবৈধ ব্যবসা, চুরি এবং ঐতিহ্যবাহী বস্তু পাচার বন্ধ করতে ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করবে বলেও জানিয়েছেন দুই দেশের প্রধান। ১৫৭টি শিল্পকর্মের মধ্যে রয়েছে দশম শতাব্দীর বেলেপাথরের রেভান্তার দেড় মিটার বেস রিলিফ প্যানেল। রয়েছে দ্বাদশ শতাব্দীর ৮.৫ সেন্টিমিটার লম্বা, সূক্ষ্ম ব্রোঞ্জ নটরাজও।  দেড়শোটি মূর্তির মধ্যে রয়েছে ৭১টি বিভিন্ন সাংস্কৃতিক শিল্প নিদর্শনও। আর বাকিগুলি বিভিন্ন মূর্তি। এর মধ্যে রয়েছে ৬০টি হিন্দু মূর্তি। ১৬টি বৌদ্ধ মূর্তি এবং ৯টি জৈন মূর্তি রয়েছে সেই তালিকায়। মূর্তিগুলির কোনওটা ধাতব, কোনওটা পাথর আবার কোনওটা পোড়ামাটির তৈরি। ব্রোঞ্জের শিল্প নিদর্শনগুলির মধ্যে বেশিরভাগই লক্ষ্মী নারায়ণ, বুদ্ধ, বিষ্ণু, শিব পার্বতী, চব্বিশ জন জৈন তীর্থঙ্করের মূর্তি। এছাড়াও এক প্রাচীন কঙ্কালমূর্তি ব্রাহ্মী, তিন মাথার ব্রহ্মা মূর্তি এবং নন্দিকেশার মূর্তিও রয়েছে। এ ছাড়াও অন্যান্য নামহীন দেবতা এবং ঐশ্বরিক ব্যক্তিত্বের সুসজ্জিত মূর্তিও রয়েছে। পাশাপাশি ৫৬টি পোড়ামাটির নিদর্শনও নিয়ে আসছেন প্রধানমন্ত্রী।