কলকাতা

প্রতিবছর ২৩ জানুয়ারি পরাক্রম দিবস পালনের আশ্বাস, দিলেন না জাতীয় ছুটি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাস দেন প্রতিবছর পরাক্রম দিবস পালিত হবে।দেশ সর্বদা আপনার কৃতজ্ঞ থাকবে। কৃতজ্ঞ থাকবে। চিরকাল কৃতজ্ঞ থাকবে। এই বাংলা বহু মহামানবের পুণ্যভূমি। এই মাটিকে প্রণাম জানাই। তিনি এও বলেন, নেতাজি সুভাষের স্বপ্ন ছিল আত্মনির্ভর ভারতের সঙ্গে সোনার বাংলা গড়ে তোলা। নেতাজির প্রেরণাতেই আত্মনির্ভর ভারত গড়ে তোলার কাজ শুরু হয়েছে। বাংলাকেও আরও উন্নততর করে তুলতে হবে। মোদি আরও বললেন, নেতাজির চরণে মাথা নত রাখছি। এই ভূমির লাখো লাখো মহামানবকে প্রণাম। পরাক্রম ও প্রেরণার প্রতীক ছিলেন নেতাজি। তাই নেতাজির জন্মজয়ন্তীতে পরাক্রম দিবস পালন করা হবে। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার জয়গান গাইলেন বাংলা ভাষাতেই। কিন্তু দিলেন না জাতীয় ছুটি। যা বার বার দাবি করে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি কেন্দ্রকে বার বার আবেদনও জানিয়েছেন।