দেশ

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর-হরিদ্বারে পুণ্যস্নান, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মকর সংক্রান্তির পুণ্যলগ্নে দেশের বিভিন্ন প্রান্তে গঙ্গায় পুণ্যস্নান করলেন পুণ্যার্থীরা। আজ ভোর থেকেই পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, উত্তরাখণ্ডের হরিদ্বার এবং উত্তর প্রদেশের বারাণসীতে, পাটনার গান্ধীঘাটে গঙ্গায় পুণ্যস্নান করলেন পুণ্যার্থীরা। কলকাতার হুগলি নদীতেও এদিন ভোর থেকে সকাল পর্যন্ত পুণ্যস্নান করেন পুণ্যার্থীরা। পুণ্যস্নান উপলক্ষ্যে এদিন সকালে দেশের বিভিন্ন প্রান্তে গঙ্গার ঘটে ঘাটে পুণ্যার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মকর সংক্রান্তি উপলক্ষ্যে এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘সমস্ত দেশবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা।’ মকর সংক্রান্তি ছাড়াও এদিন মাগ বিহু এবং পোঙ্গালও। দেশবাসীকে মাগ বিহু ও পোঙ্গালেরও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। মাগ বিহুর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আগামী দিনগুলি আনন্দে ভরে উঠুক।’ পোঙ্গালের শুভেচ্ছা-বার্তায় মোদী লেখেন, ‘তামিল ভাই-বোনেদের শুভেচ্ছা। এই বিশেষ উত্‍সব তামিল সংস্কৃতির অনন্য উত্‍সব।’