দেশ

বিহারে সাংবাদিক খুনে অভিযুক্ত ৪ দুষ্কৃতী পুলিশের জালে

খুনের ২৪ ঘন্টার মধ্যেই আরারিয়ার রানিগঞ্জে সাংবাদিক বিমল কুমার যাদবের হত্যাকাণ্ডে জড়িত চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে ওই চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। সকাল এগারোটা নাগাদ সাংবাদিক সম্মেলনে আরারিয়ার পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত জানাবেন। গতকাল শুক্রবারই রানিগঞ্জের বাড়িতে হানা দিয়ে এক হিন্দি পত্রিকার সাংবাদিক বিমল কুমার যাদবকে গুলি করে হত্যা করেছিল চার দুষ্কৃতী। ওই হত্যাকাণ্ড নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। অপরাধীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা। সাংবাদিক বিমল কুমার যাদবের হত্যাকাণ্ড নিয়ে দুঃখপ্রকাশ করার পাশাপাশি অপরাধীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে খুন হয়েছিলেন বিমল যাদবের ছোট ভাই শশীভূষণ যাদব ওরফে গাব্বু যাদব। ওই হত্যাকাণ্ডে অভিযুক্তরা আদালতে সাক্ষী না দেওয়ার জন্য নিহত সাংবাদিককে হুমকি দিচ্ছিল। এমনকি সুপৌল জেলে বন্দি রুপেশ কুমার যাদব নামে এক কুখ্যাত অপরাধীও বিমলকে সাক্ষী না দেওয়ার জন্য ভয় দেখিয়ে চলছিলেন। কিন্তু লাগাতার হুমকি পাওয়া সত্বেও ভাইয়ের হত্যাকারীদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন বিমল।